Indian bus plunges into river in Nepal, 11 killed
শুক্রবার সকাল শুরু হল দুঃসংবাদে। নেপালের (Nepal) নদীতে ছিটকে পড়ল ভারতের বাস। কমপক্ষে ১১ জনের মৃত্যুর খবর পাওয়া গিয়েছে এখনও পর্যন্ত। আহত বহু। উত্তর প্রদেশ থেকে যাত্রী নিয়ে পোখারা থেকে কাঠমান্ডুর দিকে যাচ্ছিল বাসটি। রাস্তায় নিয়ন্ত্রণ হারিয়ে নদীতে পড়ে যায় যাত্রীবোঝাই ওই বাস।
সংবাদ মাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রায় ৪০ জন যাত্রী ছিল ওই বাসটিতে। তানাহুনের জেলা পুলিশ অফিস থেকে ডিএসপি দীপকুমার রায়া জানান, কাঠমাণ্ডু (Nepal) থেকে পোখারার দিকে যাচ্ছিল এই বাসটি। নদীতে পড়ে সেটি। উত্তরপ্রদেশের রিলিফ কমিশনার বলেন, দুর্ঘটনার সঙ্গে রাজ্যের কেউ জড়িত কিনা তা খতিয়ে দেখা হচ্ছে।
আরও পড়ুন : PM Modi Ukraine Visit : ‘এটা যুদ্ধের সময় নয়’, ইউক্রেন সফর শুরুর আগে মোদীর বার্তা
গত দুই মাসে নেপালের (Nepal) বিভিন্ন স্থানে বৃষ্টি-ধস-বন্যায় প্রায় ২০০ জনের মৃত্যু হয়েছে এবং অগণিত মানুষ ঘরছাড়া হয়েছেন। চলতি বছর এই বর্ষণের মাঝে জুলাইয়ে, দুটি যাত্রীবোঝাই বাস নেপালের ত্রিশুলি নদীতে পড়ে যায়। ৬৫ জন যাত্রী ছিল। কয়েকজন যাত্রীর মৃত্যু হয়েছিল এবং কয়েকজনের এখনও সন্ধান পাওয়া যায়নি বলে জানা যায়।
নেপালের National Disaster Risk Reduction and Management Authority-র এক আধিকারিক জানান, চলতি বছরে আরও বৃষ্টির সম্ভাবনা রয়েছে, যার ফলে ১.৮ মিলিয়ন মানুষ ক্ষতিগ্রস্ত হতে পারেন বলে আশঙ্কা করা হচ্ছে।
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.