By: ITV Bangla Team
• LAST UPDATED : March 19, 2025, 9:58 pm ISTPM Modi, “Welcome Back, The Earth Missed You”: PM Modi On Sunita Williams’ Return
দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে ভারতীয় সময়ানুসারে বুধবার পৃথিবীতে ফিরেছেন নাসার দুই নভশ্চর সুনীতা উইলিয়ামস (Sunita Williams) এবং বুচ উইলমোর৷ বিশ্ববাসী তাঁদের স্বাগত জানাতে ব্যস্ত৷ তাঁদের প্রত্যাবর্তনকে ঘিরে ‘আনন্দধারা বহিছে ভুবনে’৷ আর এই খুশির আবহেই তাঁদের স্বাগত জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী৷
তিনি লিখলেন, “ওয়েলকাম ব্যাক, ক্রু৯! পৃথিবী তোমাদের মিস করছিল।” মহাকাশচারীদের স্বাগত জানিয়ে মোদী এক্স হ্যান্ডেলে লেখেন, ‘সুনীতা উইলিয়ামস ও ক্রু৯ মহাকাশচারীরা আরও একবার দেখালেন যে অধ্যবসায়ের আসল অর্থ কী। অজানার সম্মুখীন হয়েও যে একাগ্রতা দেখিয়েছেন, তা লক্ষ লক্ষ মানুষকে অনুপ্রাণিত করবে।’
Welcome back, #Crew9! The Earth missed you.
Theirs has been a test of grit, courage and the boundless human spirit. Sunita Williams and the #Crew9 astronauts have once again shown us what perseverance truly means. Their unwavering determination in the face of the vast unknown… pic.twitter.com/FkgagekJ7C
— Narendra Modi (@narendramodi) March 19, 2025
অন্যদিকে আবার, বুধবার বিধানসভায় দাঁড়িয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ‘দেশের মেয়ে’ সুনীতাকে (Sunita Williams) ‘ভারতরত্ন’ দেওয়ার দাবি জানালেন৷ মমতা বলেন, ‘সুনীতা উইলিয়ামসকে ভারত রত্ন দেওয়া উচিত।’ তিনি এও বলেন যে, ‘সুনীতা ভারতের মেয়ে। কেন্দ্রীয় সরকারের কাছে তাঁকে ভারতরত্ন দেওয়ার আবেদন জানাচ্ছি। তাঁরা যাতে ভাল করে কাজ করতে পারেন, তাই জন্যই এই দাবি জানাচ্ছি।’
আরও পড়ুন: Sunita Williams: ‘ভারতে আসুন’, সুনীতাকে দেশে আসার আমন্ত্রণ জানালেন মোদী
প্রসঙ্গত, গত বছরের জুনে আট দিনের জন্য আন্তর্জাতিক মহাকাশ স্টেশনে গিয়ে আটকে পড়েছিলেন সুনীতা (Sunita Williams) ও বুচ উইলমোর৷ তাঁরা যে মহাকাশযানে পাড়ি দিয়েছিলেন, তাতে যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছিল৷ পরে একাধিকবার তাঁদের ফিরিয়ে আনার চেষ্টা হলেও তা সফল হয়নি৷ অবশেষে সব অনিশ্চয়তা কাটিয়ে পৃথিবীর মাটি ছুঁলেন এই দুই নভশ্চর৷
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.