PM Modi’s victory speech after Delhi Election Results
দিল্লির বিধানসভা জয়ের (Delhi Election Results) পরে বিজেপি কর্মী-সমর্থকদের উদ্দেশে ভাষণ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। বিজেপির সদর দফতরের বাইরে সভা করে বক্তব্য পেশ করেন মোদী। বিজেপিকে জেতানোর জন্য দিল্লিবাসীকে ধন্যবাদ জানান তিনি৷
২৭ বছর পর ফের দিল্লির মসনদে বসতে চলেছে বিজেপি। আপের ঝাড়ুকে সরিয়ে রাজধানীর বুতে ফুটেছে পদ্মফুল। এই নির্বাচনে বিজেপি ৪৮টি আসনে জিতেছে (Delhi Election Results) , আপ জিতেছে ২২টিতে, তবে কংগ্রেস কোনও আসনই পায়নি৷ যে ‘যমুনা’ দিল্লির ভোটে বড় ফ্যাক্টর হয়ে দেখা দেয়, সেই ‘যমুনা’কেই প্রণাম করে শনিবার ভাষণ শুরু করেন মোদী। এই ফলাফলকে সামনে রেখে, দিল্লিবাসী ‘আপদ বিদায়’ করেছে বলেও আপ কটাক্ষ করেন তিনি।
দিল্লি বিধানসভার জয় (Delhi Election Results) প্রসঙ্গে মোদী আরও বলেন, “লোকসভা নির্বাচনের পর হরিয়ানায় অভূতপূর্ব জয় হয়েছে ৷ এরপর মহারাষ্ট্রে নতুন জয়ের রেকর্ড হয়েছে, আর এবার দিল্লিতে নতুন ইতিহাস রচিত হল৷”
তিনি বলেন, “রাজনীতিতে দুর্নীতির কোনও জায়গা নেই। এক ভারত শ্রেষ্ঠ ভারতে বিশ্বাসী দিল্লিবাসী। বিজেপির সুশাসন দেখবে যুব সম্প্রদায়। আপদ থেকে মুক্তি পেয়েছে দিল্লি। দিল্লির জনতাই দিল্লির আসল মালিক।”
Get Current Updates on, India News, India News sports, India News Health along with India News Entertainment, and Headlines from India and around the world.